আগামী ১৪ ই, নভেম্বর পবিত্র শ্যামপুর শরিফের ঊরুষ মোবারক পালিত হবে

IMG_20241112_181711.jpg

Oplus_131072

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ আন্তর্জাতিক পীর প্রায়ত সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা আল্লামা কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী র রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ঊরুস মোবারক উৎপাদন পালন করা হবে আগামী 14ই নভেম্বর এবং 28,শে কার্তিক। এই দিন ভারতের বিভিন্ন যায়গায় থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুরিদদের আগমন ঘটতে চলেছে। সেই সঙ্গে এই পবিত্র মাজার পাকের নিকট হাজার হাজার মানুষের জন্য দোয়া ও মহফিল এর ব্যাবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন পক্ষ থেকে। এটি 16,তম ঊরুষ মোবারক পালিত হচ্ছে। দুই বাংলার বুলবুল ও আন্তর্জাতিক পীর

হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী লক্ষ লক্ষ মুরিদ ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে। বর্তমান কলকাতার খিদিরপুর খানকা শরীফের গদ্দিনসিন পীর হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা সাইফুদ্দীন শাহ আল কাদেরী বলেন যে তার বাবার এই ঊরুষ মোবারক হিসেবে সকলের জন্য দোয়া করবেন। এবং কাদেরীয়া তরিকার সিলসিলা কি কায়েম করতে তিনি ভারতের বিভিন্ন যায়গায় দাওয়াত দিতে থাকবেন। তিনি ও তার দাদা হুজুর পাক হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা অছিমুদ্দিন শাহ আল কাদেরী এবং তার পর দাদা হুজুর পাক হজরত সৈয়দ শাহ সুফি মাওলানা নসিমুদ্দিন শাহ আল কাদেরী যে ভাবে দীনের কাজ ও কাদরী তরিকা কায়েম করতে চেষ্টা করে গেছেন তা সুনিশ্চিত করতে

তিনি সবধরনের সহযোগিতা করবেন। এই খিদিরপুর খানকা শরীফ ও দরকার শরিফ তারা পেয়েছেন মাওলা পাকের কাছ থেকে। সেই দরবারে র সিলসিলা আজ ও তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। এই পবিত্র ঊরুস মোবারক এ উপস্থিত থাকবেন কলকাতার খিদিরপুর খানকা শরীফের ছোট হুজুর পাক হজরত সৈয়দ শাহ সালাউদ্দিন শাহ আল কাদেরী। অন্যদিকে একই সঙ্গে পবিত্র ঊরুস মোবারক উৎপাদন করবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের সেজ সাহেব জাদা পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি গোলাম মোস্তারশিদ আল কাদেরী এবং সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা গোলাম ইস্তারশিদ আল কাদেরী।এ ছাড়াও অন্যান্য আলেম ওলামা উপস্থিত

থাকবেন। এই পবিত্র ঊরুস মোবারক উৎপাদন করতে সম্পূর্ণ ভাবে সাহায্য করবেন শ্যামপুর এলাকাবাসী ও খিদিরপুর খানকা শরীফের মুরিদগণ। আপনারা যদি পবিত্র শ্যামপুর ঊরুষ মোবারক এ আসতে চান তাহলে অবশ্যই করে শিয়ালদহ স্টেশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে করে ধামুয়া ও রাধানগর স্টেশন নেমে শ্যামপুর মাজার পাকে আসতে পারেন। এবং মগরাহাট থেকে সরাসরি শ্যামপুর যাওয়ার টোটো ও অটোরিকশা রয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top