নন্দীগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

IMG_20241106_165840.jpg

Oplus_131072

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি::::::   বগুড়ার নন্দীগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রাপ্ত তথ্যে জানা যায়, ৬ ই নভেম্বর (বুধবার) বেলা আনুমানিক সাড়ে ১১ টায় নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজার মনিটরিংকালে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় ভাটগ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মো: শাহাজাহান আলী (৪২) নামে একজন মুদি দোকানীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী

 

অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান পরিচালনাকালীন প্রসিকিউটর হিসেবে নন্দীগ্রাম থানার এসআই হাসান আলী উপস্থিত ছিলেন। সেইসাথে পরিবেশের ক্ষতিকারক ও দূষণকারী পলিথিন ব্যবহার না করার বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়াও আকবর অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা রশিদ এর মাধ্যমে পণ্য কেনাবেচা করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top