মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনাঃ বটিয়াঘাটা উপজেলায় ন্যায্য মুল্যে পন্য বিক্রিতে প্রথম দিনে ব্যাপক সাড়া পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৪ ঠা নভেম্বর সকাল দশটা থেকে শুরু হয় ন্যায্য মূল্যে পিঁয়াজ, রসুন, ডিম,কাঁচা ঝাল ইত্যাদি প্রকার পন্য বিক্রি করেন। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকানে প্রথম দিনে দেখা যায় প্রচুর ক্রেতার ভিড়। মিজানুর রহমান নামের এক ক্রেতা জানান,বাজারে ডাল যেখানে দাম বেশি তার চেয়ে আমরা এখানে মাত্র ১০৬ টাকা কেজিতে পেয়ে যাচ্ছি। দোকানে ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকা সেই ডিম এখান থেকে আমরা পাচ্ছি মাত্র সাড়ে ১২ টাকায় । সব মিলিয়ে দেখা যায় ৫০০ টাকার কেনাকাটা করলে এক থেকে দেড়শ টাকা সেভ হচ্ছে। তিনি মাল কিনে অনেক খুশি।
আসুন যতটুকু প্রয়োজন,তত টুকু কিনুন,এই স্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলায় ৭ নং আমিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উদ্যাক্তা মোঃ সাগর শেখ। এ সময় স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল,শহীদুল, ফারুক,হেলাল,তানভীর সাগর,মিজানুর রহমান প্রমুখ। বিক্রেতারা জানান,প্রথম দিনে উপজেলার তিনটি পয়েন্টে আমরা মালামাল বিক্রি করেছি। প্রায় ৫ শ ক্রেতা এসব মালামাল ক্রয় করেছে। প্রথম দিনেই ২০/২৫ হাজার টাকা বিক্রয় হয়েছে। তারা আরও জানান,আমাদের এই ধারা অব্যাহৃত থাকবে।