নন্দীগ্রামে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

IMG_20241102_191447.jpg

Oplus_131072

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ “সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গত ২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শুরু উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা সমবায় সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা ঝরণা রানী দেবনাথ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। তিনি বলেন সমবায়’ইরা পারে দেশ ও জাতীর উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখতে, নন্দীগ্রামের মাটি উর্বর, এই মাটিতে অনেক ফসল উৎপাদন করা সম্ভব, সমবায়ের মাধ্যমে দ্বিধা-দ্বন্দ

 

ভুলে কাঁধে কাঁধ রেখে আপনারা যদি কাইক পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করেন, এতে করে দেশ ও জাতী লাভবান হবে। আমি আশা করি আপনারা সমবায় সমিতি করে বসে থাকবেন না, নিজেদের দক্ষতা প্রমান করুন যে আমরাই পারি। ঐ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সসম্পাদক আব্দুর রউফ উজ্জল, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রনজু মিয়া, সাবিনা ইয়াসমিন, সমবায়ী বাবলু হোসেন, মুকুল হোসেন প্রমুখ! এছাড়াও উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: আফজাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top