কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জে পতাকা উত্তোলন র্্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মনিষা রানী কর্মকার। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্্যালী উপজেলা চত্তর প্রদক্ষিণ করে। আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মনিষা রানী কর্মকার বলেন, বৈষম্যহীন বাংলাদেশে সমবায়ের মাধ্যমে ঋণ নিয়ে স্বাবলম্বী হতে যেন কোন বৈষম্য না থাকে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ সময় সহকারী সমবায় অফিসার কামরুল হাসান, বিআরডিবি সভাপতি মোহাম্মদ সেলিম, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী প্রতিনিধি রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।