৭১তম বর্ষের পারুই অগ্রদূত সংঘের প্রতিমার শুভ সূচনা করলেন, বলিউড অভিনেত্রী মন্দাকিনী

IMG_20241030_233745.jpg

Oplus_131072

রিপোর্টার,সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতাঃ আজ ৩০শে অক্টোবর বুধবার, সন্ধ্যা সাতটায়, পারুই দাস পাড়া রোড, তিন মাথার মোড় সংলগ্ন স্থানে, পারুই অগ্রদূত সংঘের ৭১ তম বর্ষের , শ্যামা মায়ের শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন বোম্বের বলিউড অভিনেত্রী মন্দাকিনী। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন, এবং শ্যামা মাকে ফুল দিয়ে প্রণাম করলেন। এরপর মঞ্চে বলিউড অভিনেত্রী মন্দাকিনীকে এবং পৌর প্রতিনিধি পার্থ সরকারকে উত্তরীয় ব্যাচ পরিয়ে, একটি করে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান ক্লাবের সদস্যরা ও মহিলারা।

উপস্থিত ছিলেন, বোম্বের বলিউড অভিনেত্রী মন্দাকিনী, ক্লাবের সভাপতি ও পৌর প্রতিনিধি পার্থ সরকার (‌ভজা দা)। কার্যকরী সভাপতি শ্রী মনোরঞ্জন দাস, .. সহ-সভাপতি শ্রী সুদীপ্ত রাজ, শ্রী, অলক দাস, শ্রীকিশোর বিশ্বাস, শ্রী গোপাল দে, …যুগ্ম সম্পাদক শ্রী স্বস্তিক বিশ্বাস, শ্রী সৌম্যদীপ রাজ, শ্রীপিকু রায়, ..সহ-সম্পাদক শ্রী সঞ্জীব দাস ,শ্রী আকাশ বিশ্বাস শ্রী শ্যামল নাথ শ্রী সোমনাথ দাস,.. কোষাধক্ষ্য শ্রী সৈকত চৌধুরী হিসাব পরীক্ষক সুমন্ত বেড়া সহ এলাকার মহিলা সদস্য ও ছোট ছোট ভাই বোনেরা।

এক সময়ে যে বলিউড অভিনেত্রী, মন্দাকিনীর একটি ছবি সবার মনে আন্দোলন সৃষ্টি করেছিল, ১৯৮৪ -৮৫ সালে ,রাম তেরি গঙ্গা মৈলি ছবিটি, আজ শহর ছাড়িয়ে একটু ভেতরে পারুই অগ্রদূত সংঘে, প্রতিমার আবরণ উন্মোচন করে মহিলাদের কিছুটা আনন্দ দিয়ে গেলেন, যাকে দেখতে এলাকার মহিলারা ধৈর্য ধরে বসেছিলেন, একবার সামনে থেকে দেখার জন্য, তবে বেশি কিছু না বলতে পারলেও, সকলকে অভিবাদন জানালেন এবং একটি কথাই বললেন, দীপাবলি হোক সবার আনন্দের, আলোর উৎসবে, আর সবাইকে আমার শুভ বিজয়া শুভ দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন। যাওয়ার আগে, মঞ্চে দাঁড়িয়ে সবাইকে হাত তুলে অভিবাদন জানালেন।

পারুই অগ্রদূত সংঘ প্রতিবছরই যেমন মহিলাদের উৎসাহ দিতে দুটো দিন, বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বোম্বের বলিউড জগতের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এসে আনন্দ দেন, তেমনি সারা বছর সামাজিক কাজের সাথেও লিখতে থাকেন, কেউ যদি কোন অসুবিধেই পড়েন তাদের পাশে গিয়ে দাঁড়ান, বন্যা, খরা, কারো চিকিৎসা, কারো কিছু সাহায্য, যে কোনো বিষয়ে অভিযোগ পেলেই ছুটে যান, এমনকি দুঃস্থ মানুষদের হাতে শাড়ি ও শীতবস্ত্র তুলে দেন,ক্লাবের সভাপতি এবং অন্যান্যরা, একটি কথাই বলেন, আমরা আছি সবার সহযোগিতা নিয়ে, তাই আমাদেরও কর্তব্য তাদের পাশে থাকা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top