নিজস্ব প্রতিবেদক: জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ছাত্রদলের নেতাকর্মী স্লোগানে স্লোগানে বলেন, ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে’। ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’। ‘ছাত্রলীগ জঙ্গি, গণহত্যার সঙ্গী’। ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’। ফাঁসি চাই, ফাসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই ইত্যাদি স্লোগান দেন। শনিবার ২৬ অক্টোবর ২০২৪ইং, বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূ্ত্রে জানা যায়,
মিছিলটি শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ পয়েন্ট থেকে শুরু করে হবিগঞ্জ রোড দিয়ে চৌমুহনী হয়ে স্টেশন রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে চৌমুহনায় এসে সমাবেশে মিলিত হয়। এ সময় শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে গণহত্যাকারী খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পলাতক নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নেতৃত্ব প্রদানকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের যথাযথ গ্রেফতার না করা হলে পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে জানা যায়।