ট্রাম তুলে দেওয়ার প্রতিবাদে, গড়িয়াহাট মোড়ে গনস্বাক্ষর অভিযান

InShot_20241027_000822288.jpg

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা:::::::   আজ ২৬শে অক্টোবর শনিবার, ঠিক বিকেল পাঁচটায় গড়িয়াহাট মোড়ে, ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের ডাকে,গনস্বাক্ষর অভিযান করলেন। দীর্ঘদিন ধরে আন্দোলনের ফলে এবং সরকারের কাছ থেকে কোনরকম সদুত্তর না পাওয়ায়, পুনরায় তারা আন্দোলনের পথে নামলেন এবং গণস্বাক্ষর অভিযান শুরু করলেন।  একটি সুন্দর ক্যাপশন এর মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যেভাবে তিলোও মার বিচারের দাবী জানিয়েছিলেন, ট্রাম কেউ একইভাবে ফিরিয়ে আনার জন্য এই আন্দোলন ও গণস্বাক্ষর।….. তিলোত্তমার বিচার চাই, ট্রামকে ফিরিয়ে আনা চাই। পথ চলতি মানুষ, সদিচ্ছায় একে একে গণস্বাক্ষর দিলেন, তাহারা জানালেন কলকাতার ঐতিহ্যকে নষ্ট করে, সেখানে সরকার উদাশীনতা দেখাচ্ছেন। এবং বিদেশীদের হাতে কোটি কোটি টাকার সম্পত্তি তুলে দেয়ার চেষ্টা করছেন। আমরা সবচাইতে কম

 

পয়সায় এই ট্রামে চড়তে পারতাম। এবং অনেকদূর যেতে পারতাম, আজ সেই জায়গা যেতে গেলে আমাদেরকে দু’বার অটো চেঞ্জ করতে হয়। এবং অনেক বেশি টাকা খরচ হয়, এমনকি ট্রামে এ্যক্সিডেন্ট খুব কম ঘটে, যেখানে মানুষ নিরাপদে এই ট্রামে চড়ে চলাফেরা করতে পারেন। বয়স্ক মানুষদের জন্য এটি খুবই দরকারী যান‌ ছিল।  সরকার নিজের দায় এড়াতে, মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন, আজ ট্রাম এর অভাবে যাত্রীদের বাসে অটোই চলাচল করতে হচ্ছে এবং দিনের পর দিন ভাড়া বাড়ায় জাত্রীরাও বিপাকে পড়ছেন। যেখানে ট্রামে সাত টাকায় সেই স্থানে যেতে পারতেন। সবচাইতে বড় কথা ট্রাম আরামদায়ক, দূষণমুক্ত, নিরাপদ এবং ন্যূনতম ভাড়া।  সরকার এই ট্রামকে বন্ধ করে দেয়ার চক্রান্ত করছেন। আজ বিভিন্ন ট্রাম ডিপোয় কয়েকশো ট্রাম পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কোটি কোটি টাকার জিনিস পড়ে ক্ষতি হচ্ছে, বালিগঞ্জ ট্রাম ডিপো ,টালিগঞ্জ ট্রাম ডিপো, রাজাবাজার ট্রাম ডিপো

 

,শ্যামবাজার ট্রাম ডিপো তে গিয়ে যদি লক্ষ্য করা যায়, সরকার কোটি কোটি টাকার জান নষ্ট করছেন। যেগুলিকে পরিচর্যা করলে এবং সরকার দৃষ্টিগোচর করলে রাস্তায় চলতে পারে সেই ট্রামগুলি। জনসাধারণ উপকৃত হতেন  আজ রাস্তায় যেভাবে বিভিন্ন রকম যান চলাচল, বাস চলাচল করে ,তাতে দুর্ঘটনা আরো বেশি হয়, রেষারেষির ফলে এবং ওভারটেকের ফলে, কিন্তু ট্রাম একটি নির্দিষ্ট লাইনের উপর দিয়ে চলে , যেখানে দুর্ঘটনা হয়না বলাই চলে। ট্রাম কোন যানজটের সৃষ্টি করে না, যেভাবে অন্যান্য যানবাহন রাস্তা যানজটের সৃষ্টি করে। এক্সিডেন্ট ঘটায়।তাই আমাদের দাবী যাতে ট্রাম বন্ধ না হয়, কলকাতার ঐতিহ্য টিকে থাকে, সাধারণ মানুষ আবার আগের মত ট্রামে চলাফেরা করতে পারে, সরকার কোটি কোটি টাকার সম্পত্তি বিদেশীদের হাতে তুলে না দিতে পারে, ট্রাম চালনোর প্রতি দৃষ্টিগোচর করে। আমরা তারই প্রতিবাদ করছি, আমরা ট্রাম তুলতে দেব না। কলকাতা কর্পোরেশন এবং প্রশাসনের অপ্রচার বন্ধ হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top