তেরখাদা প্রতিনিধিঃ খুলনার তেরখাদা উপজএরার ৬ নং মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ মোহসীনের বহুবিধ অনিয়মের অভিযোগ তুলে ধরে মহসীনের পদত্যাগ দাবিতে মধুপুর ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মধুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জামাল মুন্সী,সদস্য সচিব
গোলাম নবী,ইউপি সদস্য মোহাম্মদ বিল্লাল মোল্লা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ ও সদস্য সচিব মোঃ নাসিম শেখ, মধুপুর ইউনিয়ন ছাত্রদলের স়ভাপতি মোঃ আরাফাত হোসেন,যুগ্ম আহবায়ক নাঈম সহ আরও অনেকে। পরে বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান শেখ মোঃ মোহসীনের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়।