দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ও গাজীরহাট ইউনিয়ন থেকে বিএনপি নেতাদের দায়েরকৃত মামলার দুই আসামী গ্রেফতার হয়েছে। গত সোমবার দিঘলিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে দিঘলিয়া থানা পুলিশের অভিযানে সেনহাটি ইউনিয়নের চন্দনীমহলের আকবর গাজীর পুত্র আলম গাজী (৪৭) ও গাজীরহাট ইউনিয়নের বাগমারা
গ্রামের মৃত আঃ হাকিম মোল্যার পুত্র শামীম মোল্যা (৫৩) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। তাদেরকে দিঘলিয়া থানায় বিএনপি নেতার দায়েরকৃত ১৪ নং মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।