সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ) স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউম ২১(১) (জানুয়ারি-জুন ২০২৪) এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো, রেজাউল করিম তাঁর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন। কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউম ২১(১) এ ৩০টি গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে।
মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরন্নবী, কেইউ স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের এক্সিকিউটিভ এডিটর প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন, এডিটর প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম, জার্নাল মুদ্রণ কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মুজিবুর রহমান, সদস্য প্রফেসর
ড. হায়দার আলী বিশ্বাস ও প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর এবং উপ-রেজিস্ট্রার বেগম সামছুন্নাহার উপস্থিত ছিলেন। পরে কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউম এর কপি খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান এর হাতে তুলে দেওয়া হয়।