দিঘলিয়ায় গ্রামীণ জীবিকায় কদর বেড়েছে শাপলার

IMG_20241019_211815.jpg

Oplus_131072

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়ায় গ্রামীণ মানুষের জীবিকা নির্বাহে দিন দিন কদর বেড়েছে শাপলার। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলার ডগা এদেশের মানুষের সহজ ও সাশ্রয়ী প্রিয় সবজী। শাপলার কদর দিন দিন বেড়েই চলেছে। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সবজীর যখন অভাব ঘটে সে সময় মানুষের সবজীর সংকটটা অনেকটাই পূরণ করে এ জনপদের খালে-বিলে জন্ম নেওয়া শাপলা। দিঘলিয়ার খাল-বিলগুলোতে এখন দেখা মিলছে শাপলার। ভোর বেলা ফুটে থাকা সাদা, লাল ও বেগুনি রঙের ফুল। দেখলেই

দুচোখ জুড়িয়ে যায় মানুষের। অনেক মানুষ বিনোদনের তাগিদে ট্রলার বা ডিঙ্গী নৌকা নিয়ে ছুটে যায় খালে বিলে। ঘুরে ঘুরে সেলফি তুলে বন্ধু-বান্ধব মিলে। এই জাতীয় ফুল শুধু চোখ জুড়াচ্ছে না, মেটাচ্ছে পেটের ক্ষুধাও। প্রতিদিন শাপলা সংগ্রহ ও বিক্রি করে ভালো টাকা আয় করছে বেকার কৃষক, জেলে ও তাদের পরিবারের সদস্যরা। বর্তমানে শাপলার কদর বেড়েছে গ্রামীণ জীবিকায়। শাপলা সংগ্রহকারী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শাপলা নানান কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে তরকারি হিসেবে এটি বেশ জনপ্রিয়। শাপলার ডাটা বেশ সুস্বাদু। আর এই শাপলা বিক্রির জন্য কোনো

পুঁজিরও প্রয়োজন হয় না। আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত জেলার খাল-বিল ও নিম্নাঞ্চল পানিতে ডুবে থাকে। এই সময় সেখানে আপনা-আপনি শাপলা ফুটে ওঠে। কৃষকদের পাশাপাশি এলাকার বিভিন্ন বয়সী ও পেশার মানুষ এই মৌসুমে শাপলা কুঁড়িয়ে তা বিক্রি করে সংসারের খরচ জোগাচ্ছে। ওই শাপলা ঘিরে কোথাও কোথাও বসছে হাট। তেমনি বাড়ি বাড়ি ফেরি করেও বিক্রি হচ্ছে শহরসহ প্রত্যন্ত অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top