চীনের মতুসো নদীর বাঁধ ভুটান ও বাংলাদশ ও ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে

IMG_20241019_232036.jpg

Oplus_131072

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ প্রবল বন্যার পানিতে ভারতের পাহাড়ী নদীর জল নিচে নেমে আসার কারণে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের বহু জেলা সহ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ। এবার এই নদীর দীর্ঘ মেয়াদী ভাবে চীন তাদের আধুনিক ভাবে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। চীনের তৎসাঙ্গপো নদীর উপর মতুসো নদীর মেঘা ড্রাম করার ফলে প্রকৃতির উপর বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে। এবং এই নদীর জল ছেড়ে দিলে ভাসতে পারে ভুটান ও বাংলাদেশ এবং ভারতের দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা।এর প্রতিবাদ আগে থেকেই জানিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু এই মতুসো নদীর বাঁধ ও মেঘা ড্রাম প্রভাব ফেলেছে ভারতের উপর। এখান থেকে

প্রায় ৬০,০০০, হাজার কিউসিক জল ছেড়ে দিলে তা ভারত ও বাংলাদেশের এবং ভুটানের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারত সরকারের পক্ষ থেকে আগে থেকেই সিয়াঙ নদীর উপর ১১,০০০, হাজার মেঘাসেটের উপর নির্মাণ করে বাঁধ।যা ভারতের বিভিন্ন যায়গায় জল কে ধরে রাখতে সাহায্য করে। কিন্তু চীন পরিকল্পনা ছাড়াই যদি এই মতুয়া মেঘা ড্রাম থেকে জল ছাড়ে তাহলে বিপদে পড়তে পারে ভারত সহ প্রতিবেশী দেশ। চীনের তৎসাঙ্গপো নদীর উপর নির্মিত ড্রাম থেকে যে জল ছাড়ে তাতে তিব্বত ও ভারতের বহু নদীতে বান ডেকে আনে।ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের চূড়ায় থেকে আগত জল জমা হয় তৎসাগো

নদীর তীরে।আর ঔ জল যদি বর্ষা মৌসুমে ছেড়ে দিলে ভাসতে পারে ভুটান ও বাংলাদশের এবং ভারতের বিভিন্ন রাজ্যে। তবে শুকা মরসুম এ এই জলপ্রপাত থেকে যদি জল ছেড়ে দেয় তাহলে সবুজ ফসলের ক্ষেত ভরে উঠবে। কিন্তু চীন ভারত কে ডুবিয়ে ও ভাতে মারার জন্য এই মতুসো নদীর মেগা ড্রাম থেকে জল ছাড়ে দেয়। বর্তমানে ভারতের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। যার ফলে চীন ইচ্ছা করে এমন কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top