ছাতকে নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

IMG_20241015_221443-1.jpg

Oplus_131072

জামরুল ইসলাম রেজা ছাতক সুনামগঞ্জঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১নং ইসলামপুর ইউনিয়নে যুব ফোরাম ছাতক এর আয়োজনে গ্রামীন নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫/১০/২৪ বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাদা চানপুর গ্রামের আসলম আলীর বাড়িতে ‘প্রান্তিক নারীদের সম্পৃক্ত করনে আমরা যুবরা” স্লোগানকে সামনে রেখে এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও যুব ফোরাম ছাতক উপজেলা শাখার আহবায়ক জামরুল ইসলাম রেজার পরিচালনায় অনুষ্টিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন ছাতক পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র-৩ তাসলিমা জান্নত কাকলি, বিশেষ অতিথি উপজেলা সাস্থ কর্মী সপ্না বেগম, বীর মুক্তিযোদ্ধা আরজদ আলী, ইউপি সদস্য আলী হোসেন, সিএইচপি ইউনুছ আলী, সমাজকর্মী মাসুম আহমেদ যুব ফোরাম ছাতক উপজেলা শাখার সদস্য রুপেনা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন আসলম মিয়া, চুফু উল্লাহ, মালিক মিয়া, আরশ আলী, মনর আলী, নাইম আহমেদ, ইদ্রিস আলী, হেলাল আহমেদ, মাসুম আহমেদ, সেবুল মিয়া, সিপন মিয়া, শরিফুল ইসলাম, আছর উদ্দিন, ফজর আলী, হুসাইন আহমদ, মুন্না, ইমরান প্রমুখ।

পরে প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে “জলবায়ু অভিঘাতজনিত দুর্যোগে নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা, সুরক্ষা ও সক্ষমতা নিশ্চিতকরণ” আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top