সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র ্যালি অনুষ্ঠিত হয়। র ্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। আরো বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আকতার, দিঘলিয়া উপজেলা রিভার ফায়ার স্টেশন কর্মকর্তা কাইমুজ্জামান, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা মোল্লা মাকসুদুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, স্বেচ্ছাসেবী মাওঃ ইয়াকুব, প্রবীন সাহসী
স্বেচ্ছাসেবী কর্মী সৈয়দ শাহজাহান, মোঃ রাতুল হোসেন, হালিম শেখ। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন , বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।