মৌলভীবাজারের সাতটি উপজেলায়  মহা সপ্তমী পূজা পালন হচ্ছে

InShot_20241011_232416456-scaled.jpg

 নিজস্ব প্রতিবেদক:  জালাল উদ্দিন::::::   মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দূর্গার মহা সপ্তমী বিহিত পূজা। জেলায় এবছর মোট ১০০৩টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন মন্ডপ গুলো উলুধ্বনি, শঙ্খ ও চন্ডি-পাঠে মুখরিত হয়ে ওঠেছে বৃহস্পতিবার সকাল থেকেই। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পূজায় বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা পূজা করতে আসছেন দৃষ্টি নন্দন মন্ডপ গুলোতে। মৌলভীবাজার শহরের মহেশ্বরী, ত্রিনয়নী শিববাড়ী ও আবাহন মন্ডপে ব্যাতিক্রমী পূজার আয়োজন করেছে। এ ছাড়াও রয়েছে রাজনগর উপজেলার পাঁচগাওয়ে

 

ঐতিয্যবাহী লাল বর্ণের প্রতিমা দিয়ে পূজার আয়োজন ও কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মন্ডপের পূজা এবং শ্রীমঙ্গলের রূপসপুর, শাপলাবাগ, লালাবাগ মণ্ডপ। দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও  পুলিশের পক্ষ থেকে ৩ স্থরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ দিকে গতকাল বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ইং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার তথ্য অনুসারে জানা যায়, পৃথক ভাবে জেলা সদরের ১১৭, শ্রীমঙ্গলে ১৭৫, কমলগঞ্জে ১৪৮, রাজনগরে ১৩৭,বড়লেখা ১৪২, জুড়ী ৬৭ ও কুলাউড়া উপজেলায় ২১৭ মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top