প্রেস বিজ্ঞপ্তি
সিরাতুন নব্বী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খানাবাড়ী গার্লস হাই স্কুলে আলোচনা সভা-দোয়া এবং কোরআন তেলওয়াত ও নাতে রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ইদ্রিস আলী হাওলাদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এ রহিমের সভাপতিত্বে আলোচনা সভা- দোয়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সহ-সভাপতি ও দৈনিক প্রবাহের খানজাহান আলী থানা প্রতিনিধি এম শফিক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয় ভিক্তিক আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোয়াদ্দার মোঃ জিয়াউল হাসান। এ সময়
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), সিনিয়র শিক্ষক কুমোদ চৌধুরী, তাসলিমা খাতুন, আফরোজা সুলতানা, নাসিমা আক্তার, তাপস কুমার মল্লিক, খাদিজা আক্তার, মোশাররফ হুসাইন, মোঃ আঃ কাদের, সুজন কুমার দেসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনীর ছাত্রী কোরআন তেলওয়াত ও নাতে রাসুল প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।