বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলায় জাতীয় জন্ম ও মৃ্ত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন গতকাল রোববার উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারকোট ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদার, সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস,ভান্ডারকোট ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কবির আকুঞ্জি,আমিরপুর ইউপি চেয়ারম্যান কৌশিক পাল, জলমা ইউপি চেয়ারম্যান
দেবব্রত মল্লিকসহ ইউপি সচিব বৃন্দ, সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক ইমরান হোসেন সুমন, সাংবাদিক মহিদুল ইসলাম (শাহীন), সাংবাদিক মনিরুজ্জামান শেখ,সাংবাদিক কাজি আতিক,সাংবাদিক ইমরান হোসেনসহ অন্যান্য উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে ইউপি সচিব ও উদ্যোক্তাদের সঠিকভাবে জন্ম নিবন্ধনের কাজ পরিচালনার আহবান জানান। এব্যাপারে তিনি ভাল কাজের পুরস্কারের কথা ও ঘোষণা করেন।