মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনাঃ বটিয়াঘাটা উপজেলায় জাতীয় শিক্ষক দিবস পালন উপলক্ষে শনিবার বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নী। সভায় শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, জলমা
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রায়,প্রধান শিক্ষক স্বপন রায়,শিক্ষক লিটন মন্ডল, শিক্ষক ভগবতী গোলদার, গৌর দাস ঢালী, সন্তোষ রায়, লিটন মন্ডল,বানেছা খাতুন সহ শিক্ষাকবৃন্দ। অনুষ্ঠানটি বেলা ১ টার সময় অনুষ্ঠিত হয়। সভার পুর্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়।