রামগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

 খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে নুরুল আফছার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা পোনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আফছার রামগড় পৌরসভার ফেনীরকুল(কাঠালবাড়ী) গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুছের ছেলে। তাঁর পরিবারে দুই ছেলে ও এক মেয়ে। জানা যায়, দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের ধানের জমিতে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে অজ্ঞান হয়ে

 

পড়েন নুরুল আফসার। পরে এক প্রতিবেশী খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মঈন উদ্দিন বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top