লোহাগড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ডিসপেনসারির শুভ উদ্বোধন

IMG_20241001_171106.jpg

Oplus_131072

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল :::::  ঢাকা সহ দেশের ৩০টি স্থানে মেডিকেল ডিসপেনসারির শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান। আজ ১লা অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০ টায় লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর ইসমাইল রেসিডেনসিয়াল ভবনে,সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ -জামান (ও এসপি,এসজিপি,পিএসসি) তিনি ভার্চুয়ালে কথা বলে একই সাথে দেশের বিভিন্ন জেলায় ৩০ টি মেডিকেল ডিসপেনসারি শুভ উদ্বোধন করেছেন। মেডিকেল ডিসপেনসারি থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা সহজে ই চিকিৎসা সেবা নিয়ে আরোগ্য লাভ করতে পারবেন। উক্ত মেডিকেল ডিসপেনসারি উদ্বোধনে উপস্থিত ছিলেন, যশোর সোলজার বোর্ডের ক্যাপ্টেন জামান সার্জেন্ট

 

মোস্তাফিজ (হেড ক্লার্ক) লেফটেন্যান্ট কমান্ডার এস এম শাহিদুল করিম যশোর সশস্ত্র বাহিনী বোর্ড। আরো উপস্থিত ছিলেন, নড়াইলের রিটায়েড আর্মস ফোর্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সদস্যগন সার্জেন্ট ফরিদুজ্জামান অব:(সভাপতি) সিনিয়র ওয়ারেন্ট অফিসার নওশের অব:( সাধারণ সম্পাদক) সার্জেন্ট ইবাদত( অব:) সার্জেন্ট চুন্নু মোল্লা (অব:) সম্মানিত ক্যাপ্টেন শহীদুল্লাহ (অব:) সম্মানিত ক্যাপ্টেন আব্দুল্লাহ (অব:) সার্জেন্ট মফিজ (অব:) সার্জেন্ট মনিরুজ্জামান (অব:) সার্জেন্ট মনির খান (অব:) সার্জেন্ট হামিম কাজী (অব:) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top