মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,:::::: “উন্নয়ন,শাস্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মতবিনিময় ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নবাগত নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আসাদুর রহমান,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান । অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাওঃ আবু ইউসুব, প্রধান শিক্ষক শংকর রায়, শিক্ষক ননী গোপাল গোলদার, থানার প্রতিনিধি মোঃ রুবেল হোসেন, শিক্ষক লিটন মন্ডল, ক্রীড়া শিক্ষক মিত্যুঞ্জয় বিশ্বাস,বুদ্ধদেব মন্ডল সহ স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।