ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ কাক সন্ধ্যায়ই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার কেদারি পথে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতের ৮৮, নাম্বার বি এস এফ এর জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৫০০, মিটার দূরে ৩২, টি গরু সহ পাঁচ পাচারকারী কে পাকড়াও করে। ধৃতদের মধ্যে দুই জনের বাড়ি বাংলাদেশের নওগাঁ তে।ধৃতরা হলেন, মহম্মদ রুবেল ও আমানুল্লাহ। বাকি তিন জনের বাড়ি পশ্চিম বাংলার মালদার জেলা ও মুর্শিদাবাদ জেলার।
এদিন যখন ভারতের আন্তর্জাতিক সীমান্ত নিসতিতা ও বাজিতপুর সীমান্ত এলাকায় গরু নিয়ে পাচার করার চেষ্টা করে, তখন বি এস এফ তাদের কে ধাওয়া করে ধরে ফেলে। এবং ভারতের ভাগীরথী ও পদ্মা নদীর জল মিলেমিশে একাকার হয়ে গেছে যা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে না। সেই সুযোগ নিয়ে তারা গরু পাচার করতে যায় । কিন্তু তার আগেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা তাদের তাড়া করে ধরে ফেলে। এবং তাদের কাছ থেকে মোট ৩২, টি গরু উদ্ধার করে।তার মধ্যে পাঁচ টি বাছুর রয়েছে। ধৃতদের আগামী কাল মুর্শিদাবাদ জেলা পুলিশের আদালতে হাজির করা হবে বলে জানানো হয়।।