নন্দীগ্রামে গোয়াল ঘরের জানালা কেটে ৯টি গরু চুরি

IMG_20240926_201210.jpg

Oplus_131072

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:::::::   বগুড়ার নন্দীগ্রামে গোয়াল ঘরের জানালা কেটে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৫ শে সেপ্টেম্বর (বুধবার) দিবাগত গভীর রাতের কোন এক সময় নন্দীগ্রাম পৌর এলাকার ৩নং ওয়ার্ড বৈলগ্রামের মৃত হাতেম আলী’র ছেলে মো: বাবলু হোসেন এর বাড়ীতে গোয়াল ঘরের জানালা কেটে ছোট-বড় মোট ৯ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৯ টি গরুর বর্তমান আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা। এক রাতে এতগুলো গরু চুরি হয়ে যাওয়ায় গরুর মালিক বাবলু হোসেন চরম দিশেহারা হয়ে পড়েছেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন

 

গরুগুলোই আমার সম্পদ, অনেক কষ্টে গরুগুলোকে লালন-পালন করেছি। আমার এতবড় ক্ষতি আমি কিভাবে পুষিয়ে উঠবো? এদিকে গরু চুরির বিষয়টি নিশ্চিত করে ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: জুলফিকার আলী বলেন-৯টি গরু চুরি হওয়ায় কৃষক বাবলু হোসেন এর মারাত্মক ক্ষতি সাধন হয়েছে, তার এ ক্ষতি কাটিয়ে ওঠা অনেক কষ্টসাধ্য ব্যাপার। গরু চুরির খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশের সাথে কথা বলে জানা যায় অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে তব্র চুরি যাওয়া গরুগুলো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top