ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ ভারতের বায়ুসেনাকে আরো শক্তিশালী করতে নতুন দায়িত্ব দেয়া হয়েছে এয়ার মার্শাল শ্রী অমরপ্রীদ সিংকে। তিনি আগামী ৩০,শে সেপ্টেম্বর ভারতের বায়ুসেনার দায়িত্ব পালন করতে চলেছেন। শ্রী অমরপ্রীদ সিং চিপ মার্শাল বিবেক চৌধুরীর যায়গায় স্থলাভিসিক্ত হবেন। বর্তমানে উপেন্দ্র দ্বিবেদী সেনাবাহিনী প্রধান। সেই সঙ্গে ভারতের নৌবাহিনীর দায়িত্ব পালন করবেন এ্যাডমিরাল দীনেশ কুমার দ্বিবেদী। এরা তিন জন ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পড়াশোনা করছে। এবং তিন জন বন্ধু। এই প্রথম তিন বন্ধু মিলে
তিন বাহিনীর দায়িত্ব পালন করবেন। সামরিক বাহিনীর পদাতিক ডিভিশনের দায়িত্ব পালন করবেন উপেন্দ্র দ্বিবেদী ও বায়ু সেনার দায়িত্ব পালন করবেন এয়ার মার্শাল শ্রী অমরপ্রীদ সিং ও নৌ বাহিনীর দায়িত্ব পালন করবেন এ্যাডমিরাল দীনেশ কুমার দ্বিবেদী। এরা তিন জন একই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশের ডিফেন্স অ্যাকাডেমি অব ইন্ডিয়া থেকে পড়াশোনা করছে।।