নড়াইলে বেগম খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

IMG_20240924_214256.jpg

Oplus_131072

খন্দকার সাইফুল নড়াইলঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)দুপুর ২টার দিকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে,২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে

কেন্দ্র করে নড়াইল সদর আমলী আদালতে দঃবিঃ ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এ মামলায় নিম্ন  আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি।পরবর্তীতে বাদী আদালতে হাজিরা না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য্য দিনে অনুপস্থিত থাকায় আজ মঙ্গলবার বিচারক খারিজ আদেশের রায় দিয়েছেন। এর আগেও নাড়াইলে আরেকটি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালাস পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top