তেরখাদা প্রতিনিধিঃ খুলনার তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ সোমবার বিকেল ৪ টার দিকে নলামারা এলাকায় ”ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয। ।
এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ রাকিবুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার। মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দে বসাক ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। সভায় এছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এসএপিপিও মোঃ রফিকুল ইসলাম ও উপ-সহকারী কৃষি অফিসার মামুন সরকারসহ আরও অনেকে।