নন্দীগ্রামে দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ২০ লক্ষ টাকার কীটনাশক পুড়ে ছাই

IMG_20240916_181639.jpg

Oplus_131072

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দূর্বৃত্তের দেয়া আগুনে ফরহাদ হোসেন নামে এক সার ও কীটনাশক  ব্যবসায়ীর দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে সার, কীটনাশকসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি।
১৫ সেপ্টেম্বর (রবিবার) রাত ১০টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদপুর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ফরহাদ হোসেনের দোকানে আগুনের শিখা দেখে গ্রামবাসী এগিয়ে আসেন। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তারা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ফরহাদ হোসেন জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে বাজারের লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানে আগুন লাগছে। এসময় স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নেভানো হয়। আমার দোকানের সার,

কীটনাশকসহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন ঘটনাস্থল পরিদর্শণ শেষে বলেন এটা সম্ভবত কারো লাগিয়ে দেয়া আগুন। থানায় লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে অপরাধী যেই হোক  আইনের আওতায় এনে যথাযত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top