তপু শেখ গোপালগঞ্জ :::::: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা।আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে
সেখানে অনুষ্ঠিত সামাবেশে ছাত্রনেতারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে মিথ্যা হত্যা মামলা দেয়া হচ্ছে। এসময় হত্যা মামলা প্রত্যাহর করে সসম্মানে দেশে ফিরিতে আনার দাবী জানানো হয়।