চুকনগরে যুবতীকে গণধর্ষণ ও হত্যা অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার -৩

IMG_20240905_222148.jpg

Oplus_131072

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদকঃ খুলনা ডুমুরিয়ার চুকনগরে এক যুবতীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান র‌্যাব—৬ খুলনা। গত বুধবার রাত ৯ টার দিকে ডুমুরিয়া  উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। স্থানীয় সুত্র ও মামলার অভিযোগে জানা গেছে গত ২ আগস্ট উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর এলাকার সুরোত আলি শেখের মেয়ে জুলেখা খাতুন (১৮) নামের এক যুবতীকে সন্ধ্যায় জোর পূর্বক তুলে নিয়ে চোখ মুখ বেঁধে বুড়িভদ্রা নদীর চরে নির্জন পাটক্ষেতের মধ্যে নিয়ে রাতভোর গণধর্ষণ

করে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, যুবলীগ কর্মী রামপদ ফকির ও মিন্টু ফকির (২৬) সহ ৮/১০ জন যুবক। পালাক্রমে গণধর্ষণের পরে শ্বসরোধ করে ঘটনা স্থলে ভিকটিমকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। খোজাখুজির এক পর্যায়ে ৬ আগষ্ট পাটক্ষেত থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার সাথে  জড়িত থাকার অভিযোগে চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকুন্দিয়া গ্রামের নজরুল গাজীর ছেলে পেশাদার চোর মাদক কারবারি ইমরান হুসাইন গাজী (৩০) চুকনগর সদরের যুবলীগ নেতা শংকর ফকিরের ছেলে রাম ফকির (২৫) ও মিন্টু ফকির (২৬) সহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এঘটনায় ভিকটিমের পিতা ছুরোত আলি শেখ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৩/৪কে অজ্ঞাত আসামী করে গণধর্ষণ

পূর্বক হত্যার অভিযোগে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অপর আসামিরা হলো — সবুজ (২২) আসাবুর রহমান আশিক (২৬), বাবু মোড়ল (২২) ইমন সরদার (২২)। স্থানীয় এলাকাবাসী জানায় তারা আওয়ামীলীগ নেতা  সাবেক ডুমুরিযা উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদের আর্শিবাদ পুষ্ট ও একনিষ্ঠ কর্মী। আর এসব নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ইমরান সেন্ডিকেটের অপরাধ জগৎ। ইমরান ও রামপদ ফকিরের নেতৃত্বে এলাকায় চুরি ডাকাতি, ছিনতাই ও মাদক কারবারিসহ গড়ে ওঠে অপরাধি সেন্ডিকেট। রামপদ ও ইমরানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় থেকে চুরি ছিনতাই

ডাকাতি এবং মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর আবার ভোল পাল্টানোর চেস্টায ইউনিয়ন বিএনপি’র এক নেতাদের সাথে সক্ষ্যতা গড়ে তোলার চেষ্টা করছে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। যাতে অপরাধ জগতে কোন ভাবে বাধাগ্রস্ত না হয়। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড র্নির্বিঘ্নে অব্যাহত রাখতে নিজে সাংবাদিক পরিচয় প্রদান করতেন ইমরান । গত কযেক মাস পূর্বে শাহাপুর এলাকা থেকে ধর্ষিতা এক নারিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালর ওসিসি থেকে অপহরণের অভিযোগ মামলা হয় তার বিরুদ্ধে। আসামি  আসাবুর

রহমান আশিক গতবছর রাতে  চুকনগর বাজার গোলাম রোড থেকে এক পথচারি নারি ধরে নিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ ডুমুরিয়া থানায় একটি হয়। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রযেছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। বিষয়টি নিশ্চত করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক। তিনি জানান গণধর্ষণ ও হত্যার অভিযোগ গত ২ সেম্পেটম্বর ৭ জনের নাম উল্লেখ করে ভিকটিমের পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার ৩ জন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top