সৈয়দ জাহিদুজ্জামানঃ একযোগে ৬৭ জন শিক্ষকের পদত্যাগের কারণে থমকে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে অবাঞ্চিত ঘোষনা করার কারণে উক্ত বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত ৬৭ জন শিক্ষক একযোগে পদত্যাগপত্র জমা দেন। এভাবে একযোগে ৬৭ জন শিক্ষক পদত্যাগের কারণে থমকে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। একযোগে এতগুলো শিক্ষকদের পদত্যাগের কারণে শিক্ষাদান, প্রশাসনিক কার্যক্রমসহ সকল দিকে নানাবিধ জটিলতা ও অসুবিধার সন্মুখিন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হওয়া এবং একই সঙ্গে বিভিন্ন
বিভাগের সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত এসবে বিঘ্ন ঘটছে। কিন্তু প্রাত্যহিক ক্লাসের সঙ্গে এ সবই জটিলতা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাসে শিক্ষাদানের ব্যাঘাত ঘটছে। বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, নেই রেজিস্ট্রার শিক্ষক। বেশিরভাগ ভিসি, প্রভিসিরত রুম তালা বদ্ধ। জনসংযোগ বিভাগসহ বেশির ভাগ বিভাগের এমন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষার্থীরা সেসনজটসহ নানা অনিশ্চয়তায় রয়েছেন বলে ছাত্র-ছাত্রীদের সূত্র থেকে এ প্রতিবেদককে জানান।