মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর কিশোরগঞ্জঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ স্লোগানকে সামনে রেখে ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর উদ্যোগে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত ২৬ আগস্ট সোমবার দিনব্যাপী ক্লাবের সদস্যদের নিয়ে কুমিল্লা’র বুড়িচং-এ বন্যা কবলিত এলাকায় আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা
ও ঔষধ বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আব্দুল আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. ইমরান, ডা. সোহরাফ, ডা. মোস্তাফিজ ও মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন
এর সভাপতি প্রাপনসহ বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন এর মহাসচিব ডেন্টিস্ট মো. কামাল হোসেন। বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবায় সহযোগিতা করেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।