সৈয়দ জাহিদুজ্জামানঃ বাংলাদেশ জাতীয় পার্টি খুলনা মহানগর সভাপতি ও তমুদ্দুন মজলিসের খুলনা জেলা সভাপতি জননেতা লতিফুর রহমানের (লাবু) মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা জেলা মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা তমুদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন খুলনা মহানগর মুসলিম লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আজহার জাহান রুকু, খুলনা জেলা মুসলিম লীগের সভাপতি প্রফেসর রেজাউদ্দীন রাজা, খুলনা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলী, খুলনা জেলা মুসলিম লীগের সহ-সভাপতি আবুল খয়ের, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল আলম, এস এম শাহাজাহান, মো হায়দার আলী প্রমুখ।