‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

IMG_20240831_162508.jpg

Oplus_131072

 মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)::::::  দিনাজপুরের ফুলবাড়ীতে সেবামূলক সংগঠন “সামাজিক ফান্ড ফুলবাড়ী’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সেবামূলক সংগঠন “সামাজিক ফান্ড ফুলবাড়ী” ২০২১ সালের এই দিনে, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত হয়। সংগঠনটির বন্ধুদের সঞ্চিত অর্থে শিক্ষা, চিকিৎসা ও সেবামূলক কাজ এই তিনটি বিষয় নিয়ে এলাকার দুস্থ শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনটির তৃতীয় বছর পূর্ণ হওয়ায়, শনিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য শামিমা আক্তার সুমী’র

 

সঞ্চলানায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম কিরবিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহিদ, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস আকন্দ, অবিনাশ চন্দ্র রায়, তালিমুদ্দিন বালিকা কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ কারী আলহাজ্ব মো. মুখলিছুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা

 

বার্ষিকী উদযাপন করা হয়। সংগঠনের সদস্যরা জানায়, মাত্র ১৪ জন সদস্য নিয়ে সংগঠনটি বৈশ্বিক মহামারির সময় যাত্রা শুরু করে, বর্তমানে এই সংগঠনটির সদস্য সংখ্যা ৩৫জন। সংগঠনের ২০০৩ সালের এসএসসির বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ নামের এই সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে। সেই সঞ্চিত অর্থ দিয়ে এলাকার শাতাধিক দুস্থ শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। এই কার্যক্রম তারা আরও প্রসারিত করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top