পাইকগাছায় ধানের বীজ ও মাছের পোনা বিতরণ

InShot_20240831_170420428.jpg

শফিয়ার রহমান খুলনা পাইকগাছা ::::::  খুলনার পাইকগাছায় ভাঙ্গন কবলিত এলাকার কৃষকদের মাঝে ধানের বীজ  ও সরকারী প্রাতিষ্ঠানিক জলাজয়ে মাছের পোনা বিতারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর উদ্ধোধন করেন। শনিবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কার্যালয়ে উপজেলার দেলটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকার ৪’শ কে ৫ কেজি করে ২ মেট্রিক টন বীজ ধান প্রদান করা হয়। অপরদিকে

 

মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ৩৭ টি প্রাতিষ্ঠানিক সরকারী জলাশয়ে ৪৪৫ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতারণ করা হয়। একদিন বেলা সাড়ে ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তি’র মাধ্যমে বিতারণ উদ্ধোধন করা হয়। উপস্থিত ছিলেন,কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ,মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রজ্ঞন সাহ,ও ইউআরসি কর্মকর্তা ইমান উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top