শফিয়ার রহমান,পাইকগাছাঃ খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গত তিন দিনেও রাঁধ দিয়ে রক্ষা করা যাচ্ছেনা। ফলে পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের ৩০ হাজার মানুষ। এসব অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেক গত তিন দিনে চাউল ১২ মেঃটঃ, খাবার স্যালাই,
৫ হাজার প্যাকেট,বিস্কুট ৮৭৪ প্যাকেট, খেজুর ১২০ কেজি, গুড় ৭৮ কেজি, চিড়া ৫২৫ কেজি, মুড়ি ৩১৬ কেজি মুড়ি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি অফিসার অসীম কুমার দাস।