সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকেঃ দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে শান্তি শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত সোমবার(১৯ আগষ্ট) সকাল ১১ টায় গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন গাজীরহাট ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার বিশ্বাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাহিলা বেগম, কানন বালা স্যান্নাল, খুকু মনি, ইউপি সদস্য
বিষ্ণুপদ সরদার, মোঃ রুবেল শেখ, মোঃ সোহাগ মুন্সী, মোঃ কামাল মোল্যা, মোঃ খোকন চন্দ্র রায়, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জাকির শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান উপস্থিত সকলকে নিজ নিজ জায়গায় থেকে ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।