শিবচরের সাংবাদিকদের মানববন্ধন

IMG_20240820_094528.jpg

মীর ইমরান মাদারীপুরঃ বাংলাদেশের সাংবাদিক সাগর রুনি হত্যাসহ সকল সাংবাদিকদের হত্যা, সাংবাদিক নির্যাতনের , বৈষম্য বিরোধী আন্দোলনের আবু সাঈদ হত্যাকারীদের বিচারসহ পুলিশ, প্রসাশনের পর্ণ গঠনের,দাবিতে ,মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট)দুপুরে শিবচর প্রেসক্লাবের সামনে শিবচর সাংবাদিক পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সাগর রুনিসহ সকল সাংবাদিক দের হত্যা নির্যাতন,দলীয় পুলিশ সয়স্কার,সরকারী দপ্তরের গোলোতে দলীয়মুক্ত ৭ দফা দাবি জানানো হয়।

এই সময় বিজয় টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিকার শিবচর প্রতিনিধি প্রণব কুমার অর্পব ,আজকের দর্পন পত্রিকা মাদারীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মীর এম ইমরান দৈনিক জবাবাদিহি পত্রিকা শিবচর উপজেলা প্রতিনিধি শাহিন বিন আনিছ সহ বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ও

ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা বলেন এপর্যন্ত যত সাংবাদিকদের হত্যা ও নির্যাতন করা হয়েছে সকলে হত্যাকাণ্ডের ও নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের বিচার আওয়তায় আনতে হবে। বক্তারা আরো বলেন সকল পুলিশ প্রসাশনের কে দলীয় মুক্ত ও ঘুষ মুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top