পাইকগাছায় কৃষকদের জীবন মান উন্নয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

InShot_20240820_162634873.jpg

শফিয়ার রহমান পাইকগাছা খুলনারঃ খুলনার পাইকগাছায় জলবায়ু প্রভাব মোকাবিলায় কৃষকদের জীবন মান উন্নয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেচ প্রকল্প আয়োজিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কৃষকদের জীবন মান উন্নয়ণ বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন প্রোজেক্ট ডিরেক্টর বি সি আর এল ডঃ মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। মঙ্গলবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক খুলনা কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। এ সময় স্বাগত

বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দীন। আয়োজিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোমিজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, আব্দুল মজিদ, আলাউদ্দিন রাজা। এছাড়াও অনুষ্ঠিত কর্মশালায় শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, উপ-সহকারী কৃষিবিদ, কৃষক ও বিভিন্ন সংবাদ কর্মীবৃন্দ অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top