কেএমপির দৌলতপুর থানা এলাকায় দুর্বৃত্তের ছুড়া গুলিতে গুরুতর আহত-১

IMG_20240817_105822.jpg

 সৈয়দ জাহিদুজ্জামানঃ খুলনা মহানগরীর দৌলতপুর মেট্রো থানার পাবলা কবির বটতলা এলাকায় দুর্বৃত্তের ছুড়া গুলিতে নাসিম (৩৭) নামক জনৈক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। সে পাবলা কেশবলাল রোড এলাকার ইসলাম মোল্লার পুত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে কবির বটতলা এলাকায় নাসিম তার নিজস্ব ইট-বালুর দোকানের সামনে বসে ছিল। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। দুর্বৃত্তের ছুড়া গুলি তার শরীরের নিচের অংশে বিদ্ধ হলে সে তৎক্ষনাৎ মাটিতে লুটে পড়লে আগন্তুক দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক

 

তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত নাসিমের স্বজনদের সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় নাসিমকে ঢাকা রিসার্স ইউনাইটেড শ্যামলী নামক একটা হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। আহত নাসিম বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল। এলাকায় আওয়ামী লীগের সাথে জড়িত অনেকের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙ্গচুর হয়েছে। হয়তো বা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় কোনো অস্ত্রধারী সন্ত্রাসীচক্র এ ঘটনা ঘটাতে পারে বলে নাসিমের স্বজনদের অভিমত। সন্ত্রাসীরা যেই হোক তাদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আহত নাসিমের পরিবারসহ এলাকার বিজ্ঞমহল ও শান্তিপ্রিয় মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top