গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামের প্রভাবশালী কিছু উগ্রবাদী মহল ও ইউপি সদস্য, সারা দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীর কর্মবিরতির সুযোগ ব্যবহার করে মোঃ মোস্তফা কামাল, পিতা মৃত ফোনাজ উদ্দিন শেখ ও মোঃ খলিলুর রহমান,পিতা মৃত সাহেব আলী শেখ , ক্রয়কৃত নিজ নামীয় দলিলিয় সম্পত্তি জোর দখল করার অপচেষ্টা চালাচ্ছে। জমির মালিক সন্ত্রাসী ভূমি দস্যুদের বাঁধা দিলে তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন নাশের হুমকি দেয়। খবর পেয়ে সরেজমিনে গেলে দেখা যায়, জমির মালিক বসতবাড়ি করার জন্য নিজের জমিতে কার্যক্রম শুরু করতে গেলে ( যার মৌজা-বাসুড়িয়া, আর,এস খতিয়ান নং-২৭, এস এ খতিয়ান নং-২৬, প্রস্তাবিত খতিয়ান নং-৩০০, জে,এল নং বাসুড়িয়া-১৪২, দাগ নং-৫/১৫৬,৫/১৫৭,৫/১৫৮ মোট জমির পরিমাণ ৫২ শতাংশ) কুশলী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফায়েক শেখ ও তার বাহিনী বাঁধা প্রদান করে এবং বিষয়টি নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে তাদের কে দেখে নেওয়া তথা প্রান নাশের হুমকি
দেওয়া হয়। সরেজমিনের গভীর তদন্তে আরো জানা যায়, দখলকারী ভুমিদস্যূরা টুঙ্গিপাড়ার দক্ষিণ কুশলীর প্রভাবশালী অশান্ত প্রকৃতির লোকজন । এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ কথা বলতে সাহস পায় না। পরে বিষয়টি নিয়ে বাকবিতন্ডা গভীর পর্যায়ে গেলে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি বর্গ এবং গ্রামের সালিশী মুরব্বিদের বৈঠকের মাধ্যমে মোহরি ও আমিন এর সাহায্যে বৈধ কাগজপত্র হিসাবে জমির আইল ঠিক করে দেওয়া হয় এবং তাদের কে নিজ জমিতে কার্যক্রম করার অনুমতি প্রদান করা হয়। তৎক্ষণাৎ ভূমি দস্যু গ্রুপ ফায়েক শেখ ও তার বাহিনী তাদের ভুল বুঝতে পেরে চলে গেলেও হঠাৎ করে বর্তমানে দেশের রাজনৈতিক সংকট ও থানা পুলিশের কর্মবিরতি তে পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে। এবং জোরজবরদস্তি শুরু করে । এ ব্যপারে ভুক্তভোগী জমির প্রকৃত মালিক মোঃ খলিলুর রহমান বলেন, এদের নামে আগে পরেও এই এলাকায় জমি দখলের রেকর্ড আছে।এদের ভয়ে কেউ কথা বলে না। এরা আমাদের জায়গাটা দখল করার জন্য বহুদিন যাবৎ
পাঁয়তারা চালাচ্ছ্। বর্তমান সময়ে দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ বহীনির কর্মবিরতির কার্যক্রম দেখে সুযোগ বুঝে আমার জমিটা ওরা দখল করতে অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ সুবিচার কামনা করছি। এলাকা বাসীর কাছে এই জমি দখলের ব্যপারে জানতে চাইলে এলাকার এক প্রবিন মুরব্বি বলেন, এই জায়গার ক্রয় সূত্রে প্রকৃত মালিক মোঃ মোস্তফা কামাল ও মোঃ খলিলুর রহমান। তার দলিলিও সম্পত্তি ওরা জোর করে দখল করেছে। আমরা কিছু বললে ওরা আমাদেরকে মারতে আসে। টুঙ্গিপাড়ার এই সক্রিয় সন্ত্রাসী, ভুমিদস্যূ ও অশান্তি প্রকৃতির লোকজনদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ গ্রেফতারের দাবি জানাচ্ছি।