সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকেঃ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অবস্থিত টিটিসির অধ্যক্ষ মোঃ ফজলুল হককে বদলী না করার দাবীতে এক মানববন্ধন টিটিসির সামনে সড়কে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে দিঘলিয়ার সেনহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন অংশ গ্রহণ করেন। মানববন্ধন আয়োজকদের দাবীর প্রতি একাত্নতা প্রকাশ করে বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর মোঃ আনোয়ার হোসেন, প্রশিক্ষক মোঃ শাহদাত হোসেন,
মোল্লা শাহাবুদ্দীন, মোঃ সিরাজুস সালেহীন, কবীর আহম্মেদ খান, মোঃ মেহেদী হাসান, মোঃ মাসউদুর রহমান,মোঃ আতিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মহসিন জমাদ্দার, মাহবুব শেখ, মোঃ রাইসুল মোল্যা, মুসা কলিমুল্লাহ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, এস এম মেহেদী হাসান, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের প্রভাবশালী সদস্য সৈয়দ শাহজাহানসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।