ভিন্ন প্রেক্ষাপটে টুঙ্গিপাড়ায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী

IMG_20240815_180011.jpg

 তপু শেখ গোপালগঞ্জ :::::::   এবার ভিন্ন প্রেক্ষাপটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৪। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বোন শেখ রেহানা দেশের বাইরে থাকলেও অন্যান্যবারের তুলনায় এবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ ব্যাপকভাবে পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। বিগত বছরগুলোতে সরকারীভাবেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পালন করা হতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ অনুষ্ঠানে উপস্থিত থাকতেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বোন শেখ রেহানা। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ও

 

বোন শেখ রেহানা। যে কারণে এবার পিতা ও পরিবারের সদস্যদের মৃত্যু দিবসে উপস্থিত থাকতে পারেননি তারা। এদিকে, এবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছর সরকারীভাবে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের উদ্যোগ না নেয়ায় স্ব-উদ্যোগে সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধনের কাজ করেছে স্থানীয় নেতাকর্মীরা। শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল ৭ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবর্ক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় জেলা ও

 

উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন এবং মুজিব প্রেমীরা শ্রদ্ধা জানিয়েছেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হবে। বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল। জেলা ও উপজেলা জুড়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের। জাতীয় শোক দিবসে বন্ধ রয়েছে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top