নিজস্ব প্রতিবেদকঃ ছাত্র-জনতার গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বাগেরহাট জেলার পয়লা বাজারে। গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায়, শামীমুর রহমান শামীম বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র-জনতার এ গণহত্যার বিচার করা হোক। বর্তমান
অন্তবর্তী সরকারের কাছে এ আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
আপনারা অরজগতা না করে ধৈর্য ধারণ করে সাধারণ মানুষের পাশে থাকেন। আর যারা লুটপাট সহ মানুষদের উপর নির্যাতন করছে তাদেরকে রুখে দিন। অবস্থান কর্মসূচি শেষে, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, মিছিল সহকারে তার নিজ এলাকায় চলে যান।