দিঘলিয়ার পথের বাজারে নৌবাহিনীর সদস্যদের পক্ষ থেকে মত বিনিময়

InShot_20240812_183235890-scaled.jpg

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে::::::   দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে দিঘলিয়া উপজেলার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসারের নৌবাহিনীর একটা টিম পথের বাজারের বাজার কমিটির সভাপতি মোঃ আলম ও সাধারণ সম্পাদক মোঃ ডালিমসহ ছাত্র-জনতা, পথচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পথের বাজার চৌরাস্তা মোড়ে মতবিনিময় কালে নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আকতার উপস্থিতিদের

 

উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জীবন ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিপ্লবের সাফল্য মানুষের মাঝে পৌঁছাতে হলে সকল ভাদাভেদ ভুলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাজারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিত্য পণ্যের মূল্য কমাতে হবে। যারা সমাজ তথা হাট বাজারের শৃঙ্খলা বিনষ্ট করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি উপস্থিত সর্বস্তরের লোকজনের অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। এ সময় দিঘলিয়ায় দায়িত্বরত নৌবাহিনীর করপোরাল অফিসার মোঃ শাহীন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top