সেলিম খান কলারোয়া উপজেলা :::::: কলারোয়ায় জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের দেওয়াল গুলো গ্রাফিতি এঁকে রাস্তা খেলার মাঠে সৌন্দর্য বাড়ানোর কাজে নেমেছে কোমলমতি শিক্ষার্থীরা।সোমবার (১২ আগস্ট) দুপুর ১২ টার সময় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে (কলারোয়া বলফিল্ড) বুকের ভেতর দারুন ঝড়,বুক পেতেছি গুলি কর এই ধরনের বিভিন্ন ভাষায় তারা তুলে ধরে চিত্র অঙ্কন করেন।এসময়ে রাস্তায় এখন দেখা মেলে বিভিন্ন বুলির রং বেরঙের দেয়াল।। গ্রাফিতি অঙ্কনের কাজে ছাত্রদের সঙ্গে শামিল হয়েছেন,বিভিন্ন পেশার মানুষ।সেটার উপর ভিত্তি করে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফারহানা ইয়াসমিন চতুর্থ শ্রেণীর নাহিদ মাস্টার্স ইসলামী কৃষি বিশ্ববিদ্যালয়,নাইম অনার্স ,নদীয়া সরকারি কলেজ, সাগর সরকারি কলেজ,হাঁসি, খুশি,রাইসা,নিশি সরকারি কলেজ সাদিয়া সুলতানা সাতক্ষীরা সিটি কলেজ,তারা একত্রে হয়ে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান। মাস্টার্স শেষ নাহিদ হাসান নামে এক শিক্ষার্থী জানান আন্দোলনের সেই শুরু থেকেই ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম
কাজ করছি।দেয়াল রঙিন করলেন,গ্রাফিতি এঁকে দেখিয়ে দিলেন এক নতুন বাংলাদেশকে।বিভিন্ন স্থানে অঙ্কনের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থা, মুক্তিযুদ্ধের নানা স্মৃতি,ভাষা শহীদের স্মরণে অঙ্কন ও বাণী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানান কর্মসূচিসহ নানা প্রতিচ্ছবি ভেসে উঠছে।কলারোয়া উপজেলার ৫০ জনের মতো ছাত্র ছাত্রী মিলে এই কাজ করছে বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী খুশি বলেন, সারাদেশের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছি। এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের ওপর যে নির্যাতন করা হয়েছে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হচ্ছে। জানা গেছে, ‘নতুন রঙে কলারোয়া এগ্রিকালচার সেন্টার’ নামে একটি চিত্র অঙ্কন সংগঠন এই কাজে অংশ নিয়েছেন।এতো মধ্যে এই সাধারণ মানুষের প্রশংসার করিয়েছে ছাত্র ছাত্রী ও শিক্ষক নাহিদ হাসান।