নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আলম বুলবুল (৪৫) নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল সোয়া ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম বুলবুল সাবেক ইউপি সদস্য এবং নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম করে জানান, বুলবুল নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বগুড়ার পথে রওনা দেন। পথিমধ্যে রনবাঘা বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন বুলবুল।