ভারতের জম্বু ও কাশ্মীরের বিস্তওয়াড়ে সীমান্ত এলাকায় গুলির লড়াই – শহীদ দুই জওয়ান

InShot_20240811_195043549.jpg

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম::::::   গতকাল ভারতের পার্বত্যাঞ্চলের বিস্তয়াড়াতে ভারতের সীমান্ত রক্ষীদের সাথে গুলি র লড়াইয়ে শহীদ হয়েছেন 19 রাস্টীয় রাইফেল এর সদস্য। এদিন খুব ভোরে খবর যায় যে অনন্তনাগের,বিস্তয়াড়াতে লুকিয়ে রয়েছে কিছু জঙ্গি সংগঠনের সদস্য। সেই খবর পেয়ে ছুটে যায় ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। ভারত এর সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি চালায় জঙ্গিগোষ্ঠী সদস্যরা। চলে গুলি র লড়াই। এবং জঙ্গিগোষ্ঠী সদস্যদের গুলি তে শহীদ হয়েছেন 19 রাস্টীয় রাইফেল এর দুই জওয়ান। কিছুদিন আগে জঙ্গি সংগঠনের সদস্যদের একটি টিম পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ভারতের ঘনো জঙ্গল এলাকায় প্রবেশ করে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। গতকাল নির্দিষ্ট খবর এর উপর ভিত্তি করে যখন অনন্তনাগ জেলার বিস্তওয়াড়াতে,যান তখন সেনাবাহিনী সদস্যদের উপর গুলি চালায় জঙ্গিগোষ্ঠী। শুরু হয় গুলির লড়াই। খবর পেয়ে ছুটে আসেন ভারতের সামরিক বাহিনীর সদস্যরা এবং

 

প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা। তাদের সাহায্য করতে এগিয়ে আসে জম্বু ও কাশ্মীরের পুলিশ বাহিনী। অনন্তনাগের কোকেনের নাগেনি পেয়াস নৌনাত্তা তে জঙ্গিগোষ্ঠী গতিবিধি লক্ষ্য করা যায়। তার পর গতকাল জম্বু ও কাশ্মীরের বিস্তওয়াড়ে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের গুলি র লড়াই চলে।তাতে দুই জওয়ান শহীদ হয়েছেন। এই এলাকায় বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এবং পাহাড় ও ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি এবং জঙ্গলের ভেতরে লড়াই চলছে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী সদস্যদের। বর্তমান নিউজ লেখা পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।সীল করে দিয়েছে পাক ও ভারতের সীমান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top