নিজস্ব প্রতিনিধিঃ দেশের চলমান পরিস্থিতিতে খুলনা শহরের দৌলতপুরে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কাজ করছে দিঘলিয়া উপজেলার সেনহাটীস্থ ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের চৌকস ক্যাডেট বৃন্দ।
জানাযায়, অত্র কলেজের ১০ জন ক্যাডেট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল রাখার কাজ করছে। বর্তমান সময়ে ট্রাফিক না থাকার কারণে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এজন্য এই ব্যবস্থা করা হয়েছে। বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের নির্দেশনা ও আলহাজ্ব সারোয়ার খান কলেজ বিএনসিসি ইউনিটের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মোঃ তরিকুল ইসলামের তত্ত্বাবধানে মূলত ক্যাডেটবৃন্দ এই মানবিক কাজে আত্মনিয়োগ করেছে।
যেসব ক্যাডেট ট্রাফিক দায়িত্ব পালন করেছে তারা হলো : সাকি, তাফি,তামিম, রিমি ,ঊর্মী, মারুফ, স্বর্না ,বর্ণা , গোলাম ও সায়ন। ৯ আগস্ট দৌলতপুরে তিনটি পয়েন্ট যথাক্রমে বিএল কলেজের সামনের গেট, দৌলতপুর ট্রাফিক পুলিশ মোড় ,মহাসিন স্কুলের সামনের মোড়ে কলেজের ক্যাডেট বৃন্দ ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করবে। জানাযায়, মানবিক কাজে অত্র কলেজের বিএনসিসি ক্যাডেটবৃন্দ সবসময় নিয়োজিত থাকে। দেশ গঠনের যে কোনো কাজের জন্য এরা প্রস্তুত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। সংকটকালে ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ারখান কলেজের বিএনসিসি ক্যাডেটদের এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।