প্রতারকের খপ্পরে পড়ে সৌদি পাড়ি জমিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু যুবক

IMG_20240716_091412.jpg

 নান্দাইল প্রতিনিধিঃ নান্দাইল উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাজারুল ইসলাম রায়হান (২৫)সৌদি প্রবাসী। সে বহু যুবককে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতে নেয় অনেককেই সৌদি আরব নিয়ে কোন কাজ না দিয়ে তিন চার মাস যাবত বসিয়ে রেখে তাদের পাসপোর্ট হাতিয়ে নিয়ে দেশে চলে আসে। এছাড়াও তার ওপর বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রত্যেককে সৌদি আরব নেওয়ার পর ভালো কোম্পানিতে কফালা ইকামা করে দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত মাজারুল ইসলাম রায়হান কিছুই করে দেয়নি। কারো কারো কাছ থেকে দ্বিতীয় বার ইকামা টাকা নেওয়া সত্বেও ইকামা করে দেয়নি রায়হানের এমন কর্মকাণ্ডের কারণে বহু যুবক সৌদি আরবে মানবেতর যাপন করতেছে। এরই পরিপ্রেক্ষিতে সৌদি প্রবাসী শফিকুর রহমানে বড় ভাই আশিকুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি বলেন অভিযুক্ত মাজারুল ইসলাম রায়হান আমার ভাইকে বিগত সাত-আট মাস আগে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরব নিয়ে যায় সৌদি আরব নিয়ে যাওয়ার পর ভালো কোম্পানির তে চাকরি দেওয়ার পাশাপাশি ইকামাও কফালা করে দেওয়ার

 

কথা থাকলেও সে আমার ভাইকে সৌদি আরব নেওয়ার পর থেকে নানা তালবাহানা করে যাচ্ছে দীর্ঘ ছয় মাস বসিয়ে রাখার পর এক জায়গায় কাজ দিবে বলে নিয়ে গিয়ে পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র হাতিয়ে নেয়। পরবর্তীতে রায়হানের সাথে আলোচনা সাপেক্ষে অন্যত্র ভাল কোম্পানিতে চাকরির আশায় ইকামা করার জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকা পাঠাই রায়হান পরবর্তীতে এই টাকা ফেরত দিয়ে দিবে বলে আমাদের জানায় কিন্তু ইকামার কার্যক্রম শুরু হওয়ার পর সে আমার ভাইয়ের পাসপোর্ট নিয়ে দেশে চলে আসে। এখন টাকা ও পাসপোর্ট চাইতে গেলে সে তালবাহানা করে ও বিভিন্ন হুমকি-ধমকি দেয়। পরবর্তীতে আমি কোন রাস্তা না পেয়ে মাজারুল ইসলাম রায়হানের নামে নান্দাইল মডেল থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করি উক্ত অভিযোগের তদন্তকারী এস আই, নূরে আলম ঘটনা তদন্ত করতে গেলে অভিযুক্ত মাজারুল ইসলাম রায়হানের পিতা মোঃহানিস মিয়া বলেন রায়হান বাড়িতে থাকে না আর ওই ছেলের সাথে আমার কোন সম্পর্ক নেই। এমন্ত অবস্থায় আমি প্রতারক রায়হানের যথাযথ শাস্তি ও বিচার দাবি করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top